রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

হরিষে বিষাদ!

যাযাদি ডেস্ক
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
হরিষে বিষাদ!

আলামিন শেখের (৩২) সৌদি আরবে যাওয়ার কথা; ফ্লাইট ছিল শুক্রবার বিকেলে। এ জন্য বৃহস্পতিবার রাতে তিনি পরিপাটি হতে সেলুনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘনায় তিনি নিহত হয়েছেন।

নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকার যোগানিয়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক আলামিন শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত আলামিন কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের আরোহী দুলু শেখ (২৫), নয়ন শেখ (২০) এবং এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলামিন শেখ চুল-দাড়ি কাটানোর জন্য প্রতিবেশী নয়ন ও দুলুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় যোগানিয়া বাজারে যান। সেখান থেকে ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও এক পথচারী নারী আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন সেখানে চিকিৎসাধীন।

আলামিনের বাবা মসলে উদ্দিন শুক্রবার বলেন, 'শুক্রবার বিকেলে আমার ছেলের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তা আর হলো না। বৃহস্পতিবার রাতে সে বাজারে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরল।'

মসলে উদ্দিন জানান, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের কাছ থেকে ছেলের মরদেহ হাতে পেয়েছেন। জুমার নামাজের পর তাকে দাফন করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।##

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে