শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মাগুরার শিশু ধর্ষণের ঘটনা মানবতার ওপর ছুরিকাঘাত

প্রতিনিধি সম্মেলনে ডা. শফিকুর রহমান
যাযাদি রিপোর্ট
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
মাগুরার শিশু ধর্ষণের ঘটনা মানবতার ওপর ছুরিকাঘাত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান রোববার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন -ফোকাস বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই সমাজে পাশবিক হৃদয়বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়। তাতে হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনা গোটা মানবতার ওপর ছুরিকাঘাত। রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষাব্যবস্থার সংস্কার করবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নৈতিক শিক্ষাকে বিকশিত করার উদ্যোগ নেবে জামায়াত। আলস্নাহ যদি কোনো দিন

দেশ পরিচালনার দায়িত্ব দেন, কবুল করেন, এটা আলস্নাহর ইচ্ছা। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে যদি আমরা ক্ষমতায় যাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার করা।

বর্তমানে সমাজের চাকা সৎ পথে চলছে না, তাই শিক্ষকতা পেশাকে নেশা হিসেবে নিতে শিক্ষকদের তাগিদ দেন তিনি। শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাদের দেখভালের দায়িত্ব সমাজ ও রাষ্ট্র নেবে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে