শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এবার ঈদের আগেই বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

যাযাদি রিপোর্ট
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
এবার ঈদের আগেই বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

ঈদ সামনে রেখে সরকারি চাকরিজীবীদের মার্চ মাসের বেতন-ভাতা ২৩ তারিখে দেবে সরকার। তথ্যবিবরণীতে জানানো হয়েছে, রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, 'ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত

প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড) ও সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের এ মাসের (মার্চ মাসের) বেতন ভাতাদি ২৩ মার্চ দেওয়া হবে।' এছাড়া অবসরপ্রাপ্তদেরও অবসর ভাতা একই তারিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর গত ২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে। আর ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে শবে কদর পালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে