নতুন দল নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সোমবার গণবিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।
জানা গেছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোকে আবেদনের সময় দেওয়া হতে পারে। এরপর যাচাই-বছাই শেষে শর্ত পূরণ সাপেক্ষে নতুন দলের নিবন্ধ দেওয়া হবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯। প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করে ইসি। জুলাই বিপস্নবে নেতৃত্ব দেওয়া পস্নাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সম্প্রতি 'জাতীয় নাগরিক পার্টি' নামে নতুন দল গঠন করেছেন। এছাড়া আরও কিছু নতুন দল হয়েছে এরই মধ্যে।
এই গণবিজ্ঞপ্তি জারি হলে সবাই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।