শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

স্বামীকে বললেন বৃহন্নলা, যুবকের পক্ষে রায় দিলেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট

আইন ও বিচার ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বামীকে বললেন বৃহন্নলা, যুবকের পক্ষে রায় দিলেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট

স্বামীকে বৃহন্নলা বলে অপমান করতেন স্ত্রী। নিজেও আসক্ত ছিলেন পর্নোগ্রাফিতে। বিচ্ছেদের মামলায় স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগই করলেন যুবক। স্ত্রীর বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তোলেন তিনি। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট মহিলার আবেদন খারিজ করে দিয়েছেন। বিচ্ছেদের পক্ষেই রায় দিয়েছেন উচ্চ আদালত।

দম্পতির বিয়েবিচ্ছেদের মামলায় এর আগে পারিবারিক আদালত যুবকের পক্ষে রায় দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান মহিলা। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের বিচারপতি সুধীর সিংহ এবং বিচারপতি জসজিৎ সিংহ বেদীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল। মহিলার বক্তব্য ছিল, তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তার ওপর অত্যাচার করতেন। তারা তান্ত্রিকের সহায়তায় বধূকে বশ করতে চেয়েছিলেন বলেও আদালতে জানান তিনি। অভিযোগ, তাকে নেশার ওষুধ খাওয়ানো হয়েছিল।

যুবকের তরফে পাল্টা আদালতে জানানো হয়, তার স্ত্রী পর্নোগ্রাফিতে আসক্ত। স্বামীকে বারবার বৃহন্নলা বলে ডাকতেন এবং অপমান করতেন। শুধু তা-ই নয়, যুবক জানান, তার মা বাতের ব্যথায় ভোগেন। তা সত্ত্বেও তার মা'কে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বাধ্য করতেন তার স্ত্রী। নিজে দেরি করে ঘুম থেকে উঠে শাশুড়িকে দিয়ে সব কাজ করাতেন। সঙ্গে স্বামীর ওপর চলত মানসিক অত্যাচারও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে