আমার মন খারাপ গুলো হেঁটে যায়
ব্যস্ত রাস্তা, ওলিগলি পেরিয়ে
তোমার দরজার চৌকাঠ মাড়িয়ে,
জানালার জংধরা শিকে।।
ওখানে বিষাদে কাতর কোনো প্রাণ নেই...
আমার মন খারাপ গুলো ছুটে যায়
অবিরাম বলা- কথার ভীড়ে,
ঝগড়া, অভিমান আর ঠোঁট ছোঁয়ানো আড়ালে আবডালে...
মেঘের ডানায় ভেজা মন উড়ে যায়, তোমার শহরে।
কোলাহল ঠেলে আমার মন খারপগুলো, কিছুটা ধীর...
তোমার ছায়ায় কোন বিষণ্ন অতীতের বসবাস নেই।
আমার মন খারাপ গুলো-
এ জনাকীর্ণ শহরে
খুব নির্জন, নিঃসঙ্গ...
যেনো তারার আলোয় শুকনো পাতার এক অদ্ভুত মায়া!
আমার মন খারাপ গুলো,
হাজার বছর ধরে ছড়িয়ে ছিঁটিয়ে আছে, এখানে-ওখানে
বিষণ্ন বাতাসে।
একলা দুপুরে, শুনশান রাতের কোলে,
খুব ব্যক্তিগত সুখের অসুখ হয়ে।