বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কথার সুগন্ধি

মাহফুল আখতার
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
কথার সুগন্ধি

এই দেহে কতটুকু প্রেম থাকে আর

কতটুকুই বা দুলে ওঠে প্রসন্ন প্রণয়

এই দেহ যযাতি, যাপনযন্ত্রণা নিংড়ে

যতটুকু জল জমে পাতার শরীরে-

তার চেয়ে বেশি হাসে খল;

তবুও কিছু প্রত্নসময় খুলে ধরে অবশিষ্ট

মোহ! প্রসন্নতা যত না থাকে যাতনা

থাকে তীব্রতর; সামগ্রিক দুঃখগুলো

দেহেরই নোঙর, অর্বাচীন সবটুকু সুখ

শব্দেরই ভেতর। 

জীবনের যেটুকু বেদনা আনন্দমুখর

সবই তার কথার সুগন্ধী প্রেমকল্প আতর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে