আমার হৃদয়ের অনুভবে
তোমার অস্তিত্ব টের পাই মায়াবিনী!
দিবস-রজনী
ঘুমুতে দেয় না, স্বস্তি দেয় না, খেতেও দেয় না
নীল চোখের ঐশ্বর্যময়ীর ওই সোনালি মুখ!
মায়ের দরগার মানত, বাবার ঝাড়-ফুঁ
সবই নিষ্ফল!
এমন কোন বশীকরণে বশ করলে আমায়
যদি পার-
তোমার ঐশ্বর্যময়ী ওই রাঙা ঠোঁটে মন্ত্র জপে
আমাকে সুস্থ করে তোল মায়াবিনী!