রাজধানীর পলস্নবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির পলস্নবী থানা পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার রাতে মিরপুর পলস্নবী থানাধীন বাউনিয়া বেড়িবাঁধ রোডের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। পলস্নবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদে পলস্নবী মিরপুর- ১১ নম্বরের ই-বস্নকের বাউনিয়া বেড়িবাধ রোডের একটি ১৪ তলা ভবনের পাশে নির্মাণাধীন পলস্নবী টাওয়ারের টিনের বেড়ার পাশে বালুর স্তূপের ওপর বিপুল সংখ্যক চায়নিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।