শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টটেনহামে চাকরি হারালেন কন্তে

ক্রীড়া ডেস্ক
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

দলের অধারাবাহিক পারফরম্যান্সের কারণে টটেনহাম হটস্পারে আন্তোনিও কন্তের ভবিষ্যৎ আগে থেকেই ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। খেলোয়াড়দের প্রকাশ্যে সমালোচনা করায় সেই শঙ্কা আরও বাড়ে। অবশেষে চলে এলো আনুষ্ঠানিক ঘোষণা। প্রিমিয়ার লিগের দলটির কোচের দায়িত্ব হারালেন ইতালিয়ান এই কোচ।

পারস্পরিক সমঝোতায় কন্তের সঙ্গে সম্পর্ক ছেদ করার বিষয়টি রোববার জানায় টটেনহাম। মৌসুমের বাকি অংশে দলটির দায়িত্ব পালন করবেন কন্তের সহকারী ক্রিস্তিয়ান স্তেলেস্ননি। এবারের লিগ কাপে শুরুতেই ছিটকে পড়া টটেনহাম এ মাসের শুরুতে এফএ কাপ থেকেও বিদায় নেয়। এরপর এসি মিলানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগে শেষ হয় তাদের পথচলা। এখন শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করাই মূল চ্যালেঞ্জ টটেনহামের সামনে। এবারের লিগে শুরুটা খারাপ ছিল না টটেনহামের। গত অক্টোবরের মাঝামাঝি থেকে মূলত তাদের পথ হারানোর শুরু। এরপর একের পর এক ম্যাচ হারতে থাকে তারা। সেই থেকে কেবল দুই দফায় টানা দুই জয়ের স্বাদ পেয়েছে দলটি, টানা তিনটি জেতেনি কখনো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে