রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
সংবাদ সংক্ষেপ

জ্যোতিদের জয়োৎসব চলছেই

ক্রীড়া প্রতিবেদক
  ৩১ মে ২০২৩, ০০:০০
জ্যোতিদের জয়োৎসব চলছেই
জ্যোতিদের জয়োৎসব চলছেই

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। টপঅর্ডার ব্যাটারদের রানের মিছিলের সঙ্গে চলছে জয়োৎসবও। মঙ্গলবার বিকেএসপি মাঠে সিটি ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে সিটি। মিরপুরের ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন কামরুন নাহার। নাহিদা আক্তার, রিতু মনি ও সাথিরা জাকির জেসি নেন দুটি করে উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় রুপালি ব্যাংক। ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি।

রুপালির দুই ওপেনার ফারজানা হক পিংকি ৪৪ ও সাথী রানি বর্মণ ৪০ রান করে আউট হন। দুজন ওপেনিং জুটিতে যোগ করেন ৭৪ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে