শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুন্দেলিগার মৌসুম সেরা বেলিংহ্যাম

ক্রীড়া ডেস্ক
  ৩১ মে ২০২৩, ০০:০০

বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় দুর্দান্ত মৌসুম কাটানোর স্বীকৃতি পেলেন জুড বেলিংহ্যাম। ২০২২-২৩ মৌসুমে লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন প্রতিভাবান এই ইংলিশ মিডফিল্ডার। জার্মানি লিগের শেষ রাউন্ড পর্যন্ত শিরোপা লড়াইয়ে টিকেছিল ডর্টমুন্ড। শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে রানার্সআপ হয় দলটি। ডর্টমুন্ডের এই পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেলিংহ্যাম।

জার্মান শীর্ষ লিগে ৩১ ম্যাচ খেলে ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি করান ১৯ বছর বয়সি বেলিংহ্যাম। সময়ের সেরা তরুণ খেলোয়াড়দের একজন বেলিংহ্যামের ডর্টমুন্ডে ভবিষ্যৎ অবশ্য অনিশ্চিত। সংবাদমাধ্যমের খবর, গ্রীষ্মের দলবদলে ১০ কোটি ইউরোর বিনিময়ে তাকে দলে টানতে পারে রিয়াল মাদ্রিদ।

বেলিংহ্যামকে পেতে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও চেষ্টা করছে বলে এপ্রিলে খবর এসেছিল। তবে সাম্প্র্রতিক সময়ে সংবাদমাধ্যমের খবর, ট্রান্সফার ফির বড় অঙ্কের কারণে লিভারপুল সরে দাঁড়িয়েছে। ২০২০ সালে বার্মিংহাম সিটি থেকে ২ কোটি ৫০ লাখ ইউরোতে ডর্টমুন্ডে যোগ দেন বেলিংহ্যাম। অল্প সময়েই হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩০টির বেশি ম্যাচ খেলেছেন এই ইংলিশ তারকা। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলা বেলিংহ্যাম গত বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে