বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

ফাইনাল বাদে সর্বত্র রাজত্ব ভারতের

আসরের শীর্ষ ১০ ব্যাটার:বিরাট কোহলি (ভারত) ৭৬৫ রান, রোহিত শর্মা (ভারত) ৫৯৭, কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৫৯৪, রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) ৫৭৮, ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) ৫৫২, ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৫৩৫, শ্রেয়াশ আয়ার (ভারত) ৫৩০, কে এল রাহুল (ভারত) ৪৫২, রেসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা) ৪৪৮, মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৪৪১। শীর্ষ ১০ বোলার:মোহাম্মদ শামি (ভারত) ২৪ উইকেট, অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ২৩, দিলশান মাদুশাঙ্কা (শ্রীলংকা) ২১, জেরাল্ড কোয়েতজি (দক্ষিণ আফ্রিকা) ২০, জসপ্রিত বুমরাহ (ভারত) ২০, শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ১৮, মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা) ১৭, মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ১৬, হারিস রউফ (পাকিস্তান) ১৬, বাস ডি লিড (নেদারল্যান্ডস) ১৬, রবীন্দ্র জাদেজা (ভারত) ১৬, মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ১৬, জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ১৬।
ক্রীড়া ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শেষ হলো। আট বছর পর আবারও শিরোপা পুনরুদ্ধার করেছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারে স্বাগতিক ভারত। শিরোপা হারলেও বিশ্বকাপে ব্যক্তিগত রেকর্ডগুলোতে আধিপত্য ছিল ভারতের।

সর্বোচ্চ রান

এবার বিশ্বকাপ জিততে না পারলেও এবারের বিশ্ব আসরে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন বিরাট কোহলি। ১১ ইনিংসে ব্যাটিং করে ছয়টি ফিফটি এবং তিনটি সেঞ্চুরিতে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ স্থানে ছিলেন তিনি। ১১ ম্যাচে ৯৫-এর উপরে গড়ে রেকর্ড ৭৬৫ রান করায় টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। টুর্নামেন্টের এক আসরে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন শচীন টেন্ডুলকার।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৩ বলে ১১৭ রান করে ভারতকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন কোহলি। ফাইনালে ৬৩ বলে ৫৪ রান করে দলকে বড় সংগ্রহের পথেই রেখেছিলেন তিনি। যার সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ব্যাটিং জিনিয়াস।

এদিকে ফাইনাল ম্যাচ জয়ে বড় অবদান আছে অজি ওপেনার ট্রাভিস হেডের। তিনি ১২০ বলে ১৩৭ রানের দারুণ এক ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দিয়েছেন। এমন পারফরম্যান্সের পর ফাইনালের ম্যাচসেরাও হয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপে ৬ ইনিংসে ৩২৯ রান করেছেন তিনি। বিশ্বকাপে ব্যাটিং গড় ৫৪.৮৩। যদিও এবারের বিশ্বকাপে শুরুতে তাকে পায়নি অস্ট্রেলিয়া। ভাঙা হাতের কারণে তিনি খেলতে পারেননি। তবুও অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট তার ওপরই ভরসা রেখেছিলেন। সেই আস্থার প্রতিদান দিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৮ বলে ৬২ রানের সঙ্গে দুটি উইকেটও নিয়েছিলেন হেড। এমন পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার শিরোপা জয়েও বড় ভূমিকা রেখেছেন তিনি।

সর্বোচ্চ উইকেট

বোলারদের শীর্ষ উইকেট শিকারিদের তালিকায়ও শীর্ষ স্থানটা ভারতের। মাত্র ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে শীর্ষ উইকেট শিকারি হয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন বুমরাহও (২০ উইকেট)।

সর্বোচ্চ ছক্কা

বিশ্বকাপে রোহিত শর্মা গেইলের ছক্কার রেকর্ড ছাড়িয়ে গেছেন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা মারায় শীর্ষে উঠে গেছেন ভারতের অধিনায়ক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা মেরেছেন রোহিত শর্মা। ১১ ম্যাচ খেলে ৩১টি ছক্কা এসেছে রোহিতের ব্যাট থেকে।

সর্বোচ্চ অর্ধশতক

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ অর্ধশতকের দিক দিয়েও

এগিয়ে কোহলি। ১১ ইনিংসে ছয়বার পেয়েছেন অর্ধশতকের দেখা। ফিফটির দিকে তার ধারেকাছে কেউ নেই এবারের বিশ্বকাপে।

সর্বোচ্চ চার

বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের পাশাপাশি সবচেয়ে বেশি চারও মেরেছেন বিরাট কোহলি। ৬৮টি চার মেরেছেন ভারতের এই সেন্সেশন ব্যাটসম্যান। তার থেকে দুটি চার কম মেরে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

সর্বোচ্চ শতক

নিজের শেষ বিশ্বকাপ খেলবেন কুইন্টন ডি কক আগেই জানিয়ে দিয়েছিলেন। বিশ্বকাপের দল ঘোষণার সময় বলে দিয়েছিলেন, বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেবেন তিনি। তবে শেষটা যে তার এতো দুর্দান্ত হবে তা কেউ ভাবেওনি। ভারত বিশ্বকাপে ৪টি শতক করে তালিকায় শীর্ষে রয়েছেন ডি কক। তিনটি শতক নিয়ে যৌথভাবে দুইয়ে রয়েছেন বিরাট কোহলি এবং রাচিন রবীন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে