বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

কোহলির ওপর প্রতিশোধ নিলেন বাবর!

ক্রীড়া ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
কোহলির ওপর প্রতিশোধ নিলেন বাবর!

ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জেতায় অভিনন্দনে ভাসছেন প্যাট কামিন্সরা। অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমও। তবে তার অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানানোর বিষয়টি দেখে অনেকেই বলছেন, তিনি বিরাট কোহলির প্রতি প্রতিশোধ নিয়েছেন।

গত রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জেতায় একের পর এক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা অভিনন্দন জানাচ্ছেন অজিদের। সদ্য পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিকেটার বাবর আজম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'অভিনন্দন ক্রিকেট অস্ট্রেলিয়া। ফাইনালে কী দাপুটে পারফরম্যান্স!' বাবরের এই অভিনন্দন বার্তাকে অনেক পাকিস্তানি বিরাট কোহলির প্রতি 'প্রতিশোধ' হিসেবে দেখছেন। তবে এটা প্রতিশোধ হলো কীভাবে? তা বুঝতে হলে এক বছর পিছে যেতে হবে আমাদের। ২০২২ সালে টি২০ পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেদিন ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লেখেন, 'অভিনন্দন ইংল্যান্ড। তোমাদেরই প্রাপ্য।'

আর ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর বাবরের অভিনন্দন জানানোর ফলেই এটিকে অনেকেই প্রতিশোধ হিসেবেই দেখছেন। এখন এটা কি আসলেই বাবর আজম প্রতিশোধ নিয়েছেন, নাকি এভাবেই তিনি স্টোরি দিয়েছেন তা পাকিস্তানের সাবেক অধিনায়কই ভালো জানেন।

এদিকে ফাইনালে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৪০ রানে তাদের আটকে দেন কামিন্স-স্টার্করা বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করার পর, রান তাড়া করতে নেমে ভারতের বিপক্ষে দারুণ ব্যাটিং করেন হেড-লাবুশেন। তাদের ১৯৫ রানের জুটিতেই হেরে যায় ভারত। আর অস্ট্রেলিয়া ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে