বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা সৈকত

ক্রীড়া ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
অস্ট্রেলিয়ায় আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা সৈকত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির কোনো ইভেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে নিজের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন তিনি। এবার ফলস্বরূপ নিরপেক্ষ একটি সিরিজেও প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি। মধ্য জানুয়ারির পর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দায়িত্ব পালন করবেন সৈকত।

অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথমটিতে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। পরবর্তীতে ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন তিনি। এ ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ম্যাচ পরিচালনা করবেন ৪৪ বছর বয়সি বাংলাদেশের এই আম্পায়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটি প্রধান ইফতেখার রহমান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন। মিঠু জানান, সৈকত বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং আসন্ন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা পরিচালনা করবেন।

এর আগে, বিশ্বকাপে অস্ট্রেরিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ার এবং আরও তিনটি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন সৈকত। এখন পর্যন্ত বাংলাদেশি আম্পায়ারিং ইতিহাসে কীর্তি গড়তে যাওয়া সৈকত আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি টেস্ট, ৮৫টি ওয়ানডে এবং ৫৯টি টি২০ ম্যাচ পরিচালনা করেছেন। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০টি ম্যাচ পরিচালনা করারও কীর্তি আছে তার।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

এই সিরিজে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। অন্য দুই নিরপেক্ষ আম্পায়ার ভারতে নিতিন মেনন ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক।

নিরপেক্ষ আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচে এর আগে একজন বাংলাদেশি সুযোগ পেয়েছিলেন। ২০১২ সালে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টে আম্পায়ার ছিলেন এনামুল হক মনি। তবে এখনো পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে ঠাঁই পাননি বাংলাদেশের কেউ। আর আইসিসির আগামী এলিট প্যানেলে প্রবেশের খুব কাছে আছেন সৈকত। প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, 'আমি খুব গর্বিত, দেশের বাইরে নিরপেক্ষ টেস্ট ম্যাচ পরিচালনা করব কাজেই খুবই ভালো লাগা কাজ করছে।'

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ আসন্ন সিরিজ হবে দুটি টেস্ট (১৭ ও ২৫ জানুয়ারি)। এ ছাড়া ২, ৪ ও ৬ ফেব্রম্নয়ারি হবে তিনটি ওয়ানডে ম্যাচ। তবে তিন ম্যাচ টি২০ সিরিজে থাকবেন না তিনি। বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আম্পায়ার সৈকত দুটি টেস্ট (অ্যাডিলেড শুরু ১৭ জানুয়ারি) ও ব্রিসবেনের গ্যাবায় (শুরু ২৫ জানুয়ারি) এবং ৩টি ওয়ানডে মেলবোর্ন (২ ফেব্রম্নয়ারি), সিডনি (৪ ফেব্রম্নয়ারি) আর ক্যানবেরায় (৬ ফেব্রম্নয়ারি) পরিচালনা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে