শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চলে গেলেন 'এক টাকা'র সচিব আনিসুর রহমান

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
চলে গেলেন 'এক টাকা'র সচিব আনিসুর রহমান

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বাংলাদেশের সকল ফেডারেশন ও জেলা-বিভাগীয় সংস্থা দেখভাল হয়। সেই জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম সচিব কাজী আনিসুর রহমান শুক্রবর ইন্তেকাল করেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৯২ বছর বয়সি আনিসুর রহমান কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল রাজধানীর একটি হাসপাতালে মৃতু্যবরণ করেন তিনি।

আনিসুর রহমান স্বাধীনতার আগে থেকেই ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি ক্রীড়া পরিষদের সচিবের দায়িত্ব নেন। বর্তমানে এই পদে সরকার যুগ্ম/অতিরিক্ত সচিবরা পদায়ন হয়। আনিসুর রহমান মাত্র এক টাকার সম্মানিতে কাজ করেছেন। তিনি ১৯৭২ সালের ৯ ফেব্রম্নয়ারি থেকে ১৯৭৫ সালের ৩১ মার্চ বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার (জাতীয় ক্রীড়া পরিষদের পূর্বতন নাম) আহ্বায়ক এবং ১৯৭৫ সালের ১ ফেব্রম্নয়ারি থেকে ১৯৭৬ সালের ১৬ জুন বাংলাদেশ ক্রীড়া পরিষদের (জাতীয় ক্রীড়া পরিষদের পূর্বতন নাম) সচিবের দায়িত্ব পালন করেন।

এনএসসি ছাড়ার পর তিনি আজাদ স্পোর্টিং ক্লাব ও বিভিন্ন ফেডারেশনে ছিলেন। দেশের অন্যতম প্রাচীন ক্লাব আজাদ স্পোর্টিংয়ের সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ কাবাডি দলের ম্যানেজারও ছিলেন। একাদশ এশিয়ান গেমস চীনের বেইজিংয়ে স্মৃতি স্মরণ করে কাবাডি দলের সাবেক খেলোয়াড় ও কোচ আব্দুল জলিল বলেন, 'আনিস ভাই ওই টুর্নামেন্টের ম্যানেজার ছিলেন। বাংলাদেশের কাবাডিতেও তার অবদান অনেক।'

ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন অবদান রাখার কারণে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন ২০০৭ সালে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অগ্রজ সম্মাননাও পেয়েছেন এই গুণী ব্যক্তিত্ব। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে তার। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, আজাদ স্পোর্টিং ক্লাবসহ আরও অনেক ক্রীড়া সংগঠন আনিসুর রহমানের প্রয়াণে শোক জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে