রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

র্ যাংকিং টিটিতে লাখ টাকা প্রাইজমানি

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
র্ যাংকিং টিটিতে লাখ টাকা প্রাইজমানি

আন্তর্জাতিক অঙ্গনে খেলতে গেলে টেবিল টেনিস খেলোয়াড়দের র?্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। র?্যাংকিংয়ে যারা এগিয়ে থাকেন, তারাই বিদেশে খেলতে যেতে পারেন। তাই খেলোয়াড়দের র?্যাংকিং পুনর্গঠনের জন্য নতুন বছরে র?্যাংকিং টিটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। ২৬ থেকে ২৯ জানুয়ারি শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এবারের আসরে এক লাখ টাকার প্রাইজমানি দেওয়া হবে। টুর্নামেন্টে অংশ নিতে সিনিয়র একক ইভেন্টে ৫০০ এবং জুনিয়র একক ইভেন্টে ৩০০ টাকা দিয়ে আগ্রহীদের ১৪ থেকে ২০ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা একক এবং বালক ও বালিকা অনূর্ধ্ব-১৯ একক- এই চারটি ইভেন্টে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে