বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিপিএল থেকে বিশ্বকাপের দল গঠনের সুযোগ দেখছেন নির্বাচকরা

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন -ফাইল ফটো

ওয়ানডে বিশ্বকাপ শেষ হতেই বেজে উঠেছে টি২০ ক্রিকেটের দামামা। আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে বৈশ্বিক এই মহারণ। বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রায় সাড়ে ৪ মাস আগ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিশ্বকাপের বছরে বিপিএল, স্বাভাবিকভাবেই এবার বাড়তি গুরুত্ব দিয়েই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টি২০ বিশ্বকাপের দল চূড়ান্ত করতে বিপিএলেই দৃষ্টি রাখছে নির্বাচক প্যানেল।

বিশ্বকাপের উদ্দেশে উড়াল দেওয়ার আগে বড় আকারে নিজেদের প্রস্তুতি দেখে নেওয়ার সেরা সুযোগ এই ঘরোয়া আসর। খেলোয়াড়দের মতো নির্বাচকদের জন্যেও শেষ সুযোগ দল গঠনের। তাই বিশ্বকাপের স্কোয়াড বিবেচনায় বিপিএলেই দেশি ক্রিকেটারদের ওপর নজর থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

টি২০ ক্রিকেটে বরাবরই দুর্বলতা ছিল বাংলাদেশ দলের। তবে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে বেশ ভালোই করছে তারা। যদিও এই ফরম্যাটে এখনো বেশ ঘাটতি রয়ে গেছে। তাই কয়েক দিন পর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাড়তি নজর থাকবে নির্বাচকদের।

প্রতিবারই এই টুর্নামেন্টে চোখ রাখেন নির্বাচকরা। গতকাল শনিবার মিডিয়া কাপ ক্রিকেটের সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাশারের বিশ্বাস, তাওহিদ হৃদয়ের মতো তরুণরা বিপিএলে একটু ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাবেন।

তিনি বলেন, 'আশা করি, ওরা একটু ?ওপরের দিকে ব্যাটিং করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি ওদের একটু ওপরের দিকে ব্যাটিং দেবে। যেন ওরা একটু বেশি সময় ধরে ব্যাট করতে পারে। কারণ ১০ ওভার পর ব্যাটিং করতে এসে খুব একটা সময় থাকে না। এ মুহূর্তে আমরা বিপিএলের দিকেই ফোকাস করছি। '

বাশারের অনুভব, 'গত বছর বিপিএলে ভালো করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টি২০ দলটা তো আমাদের বেশ ভালো খেলছে। এখনো কিছুটা জায়গা আমাদের পূরণ করার বাকি আছে। মিডল অর্ডারে এমনকি ওপেনিংয়েও আমাদের এমন কোনো ব্যাটার নেই যে, প্রত্যাশা অনুযায়ী বড় স্কোর করতে পারে। একজন অলরাউন্ডার খুঁজছি আমরা। আমরা চাচ্ছি ম্যাচ উইনিং বোলার। তো কিছু কিছু জায়গা নিয়ে এখনো কাজ করার আছে।'

তারপরও বাশার মনে করেন, এখনো কিছু জায়গা খালি আছে। সেগুলো পূরণ করা বাকি আছে। সে জায়গাগুলো কী? বাশারের ব্যাখ্যা, 'মিডল অর্ডারে বড় ইনিংস খেলার পারফরমারের কমতি পরিষ্কার। এমনকি ওপেনিংয়েও আমাদের এমন কোনো ব্যাটার নেই যে, প্রত্যাশা অনুযায়ী বড় স্কোর করতে পারে।'

এদিকে নির্বাচনী ব্যস্ততা শেষে আসন্ন বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবকে নিয়ে সাবেক এই অধিনায়কের মন্তব্য, 'নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল সাকিব। তবে সব সময় কথা হয়েছিল। তার শারীরিক অবস্থা কেমন, সেটা নিয়ে বেশি কথা হয়েছে। তার ইনজুরিটা বড় চিন্তার বিষয়। সেটা ঠিক হলে, মাঠে নামতে সময় লাগবে না।'

বাংলাদেশের ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএলের রয়েছে একটা অন্যরকম গুরুত্ব। কারণ ৫০ ওভার আর টি২০ ফরম্যাটে নতুন ক্রিকেটার খুঁজে বের করার শ্রেষ্ঠ ক্ষেত্রই ওই দুই আসর। এ বছর জুনে টি২০ বিশ্বকাপ। নির্বাচকরা কিছু ব্যাকআপ পারফরমারের সন্ধানে আছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, যেহেতু এ বছর অনেক বেশি টি২০ ম্যাচ আছে, তাই ব্যাকআপ পারফরমার দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে