শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নারী বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
নারী বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে নারী টি২০ বিশ্বকাপ। জমজমাট এই মেগা আসরের আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হলেও বিশ্বকাপের কারণে অজি মেয়েদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। এই সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। মূলত, বাংলাদেশের মাঠ সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার জন্যই খেলতে আসবে অজিরা।

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। যদিও এর আগে ২০১৪ নারী টি২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিল তারা। তবে বাংলাদেশের উইকেট কিংবা কন্ডিশন সম্পর্কে খুব একটা ধারণা নেই তাদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার এ প্রসঙ্গে বলেছেন, 'বাংলাদেশের ভেনু্যতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।'

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের শেষের দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের একটি টি২০ সিরিজও খেলবে দুই দল।

উপমহাদেশের কন্ডিশনে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। ব্যতিক্রম নয় বাংলাদেশের উইকেটও। তাই এই সফরে অস্ট্রেলিয়া দলে দেখা যেতে পারে স্পিনারদের আধিক্য। ফ্লেগলার বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার পাওয়া নিজেদের জন্যই ভালো। দলে যে পরিমাণ স্পিনার আছে, তাতে আমরা আশীর্বাদপুষ্ট।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে