বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজনীতিতে আগ্রহ নেই সালাউদ্দিনের

রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়েও আগ্রহ নেই আমার। সে আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সাকিব সে মানুষই থাকবে। সে এমপি নাকি মন্ত্রী হলো, সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো আগ্রহ নেই। মোহাম্মদ সালাহউদ্দিন প্রধান কোচ (কুমিলস্না)
ক্রীড়া প্রতিবেদক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাজনীতিতে আগ্রহ নেই সালাউদ্দিনের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। সে উপলক্ষে শনিবার থেকে অনুশীলন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিলস্না ভিক্টোরিয়ান্স। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ওইসময় সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাওয়া হয় তার গুরুর কাছে।

জবাবে সালাউদ্দিন বলেন, 'রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়েও আগ্রহ নেই আমার। সে আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সাকিব সে মানুষই থাকবে। সে এমপি নাকি মন্ত্রী হলো, সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো আগ্রহ নেই।'

এবার মিরপুরে নয়, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি অনুশীলন করছে নিজেদের পছন্দের মাঠে। কুমিলস্না অনুশীলনের জন্য নারায়ণগঞ্জে অবস্থিত সাকিব মাসকো ক্রিকেট একাডেমিকে বেছে নিয়েছে। এ নিয়ে কুমিলস্নার কোচ বলেন, 'মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনো মাছ বাজারের মতো লাগত। একসঙ্গে অনেক দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোটো হয়ে গেছে। ফলে এখনো সাতটি দল আসলে অনুশীলন করার অবস্থা থাকবে না।'

সালাউদ্দিন আরও বলেন, 'সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। একারণেই এখানে আসা।'

বিপিএলের ইতিহাসে সফল দল কুমিলস্না ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত চারবার শিরোপা জয় করেছে গোমতীপাড়ের দলটি। দলগত পারফরম্যান্স আর তারকা ছাড়াও কুমিলস্না দলের সাফল্যের বড় কারিগর মোহাম্মদ সালাউদ্দিন। দেশের সেরা কোচের হাত ধরেই উঠে এসেছে সাকিব আল হাসান-তামিম ইকবালদের মতো নামী ক্রিকেটাররা। এখনো নিজেদের দুঃসময়ে দেশের ক্রিকেটারদের ভরসার নাম সালাউদ্দিন।

বিপিএলে সর্বোচ্চ শিরোপাজয়ী কুমিলস্না ভিক্টোরিয়ান্স। আসন্ন আসরেও শিরোপা ধরে রাখতে ভরসা রাখছে সেই সালাউদ্দিনের ওপরেই।

আসন্ন বিপিএল নিয়ে সালাউদ্দিনের প্রত্যাশা, 'এ বছর দল সবই ভালো, বিপিএল সবসময়ই এক্সসাইটিং। বিপিএলের জন্য সারাবছর আমরা অপেক্ষা করি। এ বছর আসলে অনেক চ্যালেঞ্জিং কারণ, একসঙ্গে তো অন্যান্য অনেক টুর্নামেন্টে শুরু হবে। খেলোয়াড় পাওয়া নিয়েও অনেক চ্যালেঞ্জিং যে কারণে।'

নিজের দল নিয়ে আফসোস নেই তার, 'দল নিয়ে আমি কোনোবারই আফসোস করি না। যা আছে সেটা নিয়েই আমাদের ভালো খেলতে হবে। সবদিক থেকে আমার মনে হয় দলটা ব্যালেন্স আছে। দেখা যাক এখন বাকিটা মাঠে কি হয়।'

বিপিএলের উইকেট নিয়ে সালাউদ্দিন বলেন, 'প্রযুক্তি যা আছে সেগুলো থাকলে তো খুব ভালো। কন্ট্রোভার্সি একটু কম হয় আর কি। পিচের ব্যাপারে আসলে গ্যারান্টি দেওয়াটা মুশকিল বাংলাদেশে পিচ ভালো হবে নাকি খারাপ হবে। উইকেটের ব্যাপারে বলতে পারব না যেহেতু তারা বলছে চেষ্টা করবে, এখন দেখা যাক উইকেট কি রকম হয়। আমি উইকেট নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না। যে প্রযুক্তিগুলো আনছে সেগুলো আসলে একটা টুর্নামেন্টের মানটা ভালো হয় সঙ্গে গ্রহণযোগ্যতা বাড়ে। এটা ভালো দিক প্রশংসার দাবিদার যে শুরু থেকেই থাকছে।'

চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে আশাবাদী কোচ বলেন, 'দেখুন একটা টুর্নামেন্টের দল যেখানে ৭টা, তো এখানে এর বাইরে আসলে চিন্তা করাটা মুশকিল। কারণ যেহেতু যখন আমরা সবাই দল করি তখন সবারই ইচ্ছা থাকে শিরোপা জয়ের, আমরাও চেষ্টা করব। বাকিটা মাঠে কেমন পারফর্ম করি সেটার উপর নির্ভর করবে অনেক কিছু। যেহেতু এ বছর প্রতিটা দল ব্যালেন্স বলব। যে কারণে এবার খেলা একটু কঠিন হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে