বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারত সফরে ইংল্যান্ডের বিপদ দেখছেন বুচার

ক্রীড়া ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভারত সফরে ইংল্যান্ডের বিপদ দেখছেন বুচার

ভারতের মাঠে গিয়ে ভারতকে সামলানো এমনিতেই যেকোনো দলের জন্য চ্যালেঞ্জিং। পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি থাকলে সফরটা কেমন হতে পারে, তা ভেবেই যেন আতঙ্ক বোধ করছেন সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান মার্ক বুচার। তার মতে লম্বা সময় দীর্ঘ পরিসরের খেলায় না থাকায় ভারতে আদর্শ প্রস্তুতি নিয়ে যাচ্ছে না ইংল্যান্ড দল।

আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করছে ইংল্যান্ড দল। তবে ভারতে গিয়ে সিরিজের আগে তাদের নেই কোনো প্রস্তুতি ম্যাচ।

লম্বা সময়ের বিরতির পর কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়া টেস্ট সিরিজ শুরু করায় বেশ বিপদ টের পাচ্ছেন বুচার। সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার দলের বেশিরভাগ খেলোয়াড়ের ম্যাচ প্রস্তুতির ঘাটতি দেখছেন তিনি, 'আমি যদি এই দলে থাকতাম সত্যি কথা বলতে আতঙ্কিতই হয়ে যেতাম। দলের বেশিরভাগ খেলোয়াড় গত জুলাইয়ের পর আর দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলেনি। সেই সেপ্টেম্বরে শেষ হয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। দলের বেশিরভাগ আবার সেখানে খেলেনি।'

ম্যাচ প্রস্তুতি না থাকলেও টানা বেশ কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করছে বেন স্টোকসের দল। তবে স্রেফ অনুশীলনকে পর্যাপ্ত মনে হচ্ছে না বুচারের, 'সিরিজের আগে অনুশীলন হবে, সেটা জরুরি। কিন্তু মাঠে নেমে ক্রিজে গিয়ে গার্ড নেওয়া, রান করা। নিজের উইকেট মূল্যবান ভাবা- এসব ব্যাপার আছে। লম্বা সময় প্রতিযোগিতার মধ্যে না রাখা আমাকে ভাবনায় ফেলছে।'

গেল গ্রীষ্ম মৌসুমে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের শুরুতেই ব্যাকফুটে যাওয়ার উদাহরণ তুলে ধরেছেন তিনি।

\হভারতে গিয়ে দল সাফল্য না পেলে আর তার কারণ প্রস্তুতি ঘাটতি হলে সেটা মেনে নেওয়া কঠিন বলে মনে হচ্ছে তার, 'গত গ্রীষ্মেও অ্যাশেজের আগে এমন হয়েছিল। অ্যাশেজ খেলতে নেমে ২-০ ব্যবধানে পিছিয়ে যায়, পরে ঘুরে দাঁড়ায়। এবার ভারত সফরে ইংল্যান্ড দলে অভিজ্ঞতার অভাব আছে। ভালো স্পিনার কেউ নেই। ভারত তাদের দেশে হারে না। ওদের ওখানে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। ভারতে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ইংল্যান্ড জিতবে এটা কেউ বিশ্বাস করে না। কিন্তু প্রস্তুতি না নিয়ে হেরে এলে কেউ মেনে নেবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে