বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

যুব বিশ্বকাপে আরিফুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করার পর বাংলাদেশের আরিফুল ইসলাম -ওয়েবসাইট

ভারতের বিপক্ষে হারে বেশ বড় ধাক্কাই খেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারায় টাইগার যুবারা। এবার গ্রম্নপ পর্বে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। শুক্রবার বস্নুমফন্টেইনে 'এ' গ্রম্নপের ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। এরপর ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯২ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় তারা। ব্যাট হাতে ঝড় তুলে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ অলরাউন্ডার আরিফুল ইসলাম। ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আহরার আমিনও।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা অবশ্য স্বস্তির ছিল না। দলীয় ২৯ রানেই ওপেনার আদিল বিন সিদ্দিকের (১৩) উইকেট হারায় তারা। এরপর অবশ্য আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি লড়াই চালিয়ে চান চৌধুরী মো. রিজওয়ানকে নিয়ে। তাদের জুটি বড় হওয়ার আগেই অবশ্য বিদায় নেন শিবলি (২৭)।

শিবলির বিদায়ের পর রিজওয়ান ও আরিফুল মিলে ভালো জুটি গড়েন। সেই জুটিও ভাঙ্গে দলীয় ১০০-এর আগেই। ৪০ বলে ৩৫ রানের ইনিংস আসে রিজওয়ানের ব্যাট থেকে। তবে এরপর বিপদ হতে দেননি আরিফুল ও আহরান। দুজনের ১২২ রানের জুটিই বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। আহরার ফেরেন ৪৯ বলে ৪৪ রান করে। আর আরিফ খেলেন ১০৩ বলে ৯ চারে সাজানো ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলে। এছাড়া লোয়ার মিডল অর্ডারে নেমে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি খেলেন ১৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস। বল হাতে যুক্তরাষ্ট্রের বোলার আর্য গার্গ ৩টি এবং আরিন নাদকার্দি নেন ২টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে