বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউক্রেন ফুটবলের নতুন প্রধান শেভচেঙ্কো

ক্রীড়া ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
ইউক্রেন ফুটবলের নতুন প্রধান শেভচেঙ্কো

ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন প্রধান বেছে নিয়েছে ইউক্রেন। আন্দ্রি পাভেলকোর স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক তারকা স্ট্রাইকার আন্দ্রি শেভচেঙ্কো। কিইভে অ্যাসোসিয়েশনের নির্বাচনে ৯৪ ভোটের ৯৩টিই পেয়েছেন ৪৭ বছর বয়সি শেভচেঙ্কো। অন্য ভোটটিও তিনিই পেতে পারতেন। শেভচেঙ্কো নিজেই কংগ্রেসের একজন প্রতিনিধি, তবে তিনি তা করেননি।

২০১২ সালে অবসর নেওয়ার আগে ডাইনামো কিইভ, এসি মিলান ও চেলসির হয়ে খেলেন শেভচেঙ্কো। বোর্ড প্রধানের পদে ৯ বছর দায়িত্ব পালন করা পাভেলকোর জায়গায় এলেন তিনি। অর্থ আত্মসাতের অভিযোগে ইউক্রেনের সাবেক ফুটবল প্রধানের বিরুদ্ধে আদালতে শুনানি চলছে। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউক্রেনের হয়ে খেলেন শেভচেঙ্কো। ১১১ ম্যাচে ৪৮ গোল করে তিনিই দেশটির সর্বোচ্চ গোলদাতা। খেলা ছাড়ার পর যোগ দেন কোচিংয়ে। ২০২০ ইউরোয় তার কোচিংয়েই কোয়ার্টার-ফাইনালে খেলে ইউক্রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে