মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

হাতিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  ২০ মে ২০২৫, ১০:৫৮
আপডেট  : ২০ মে ২০২৫, ১১:২৭
হাতিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত আটক
অস্ত্র ও গুলি'সহ আটকৃত ডাকাত । ছবি: যায়যায়দিন

নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছে থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ২রাউন্ড কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন নৌ-পুলিশ।

1

আটককৃতরা হচ্ছেন, দস্যু আব্দুর রব প্রকাশ রব বাহিনীর সদস্য মোস্তফা (৫০), মিরাজ (৪৫) ও সবুজ। তাদের সবাই টাংকির ঘাট এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাংকির ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড।

এসময় পৃথকস্থান থেকে দূর্ধর্ষ রব বাহিনীর তিনজন সদস্যকে আটক করা হয়। পরে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, রব বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল, সমূদ্রগামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলণ, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিলো।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের করতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে