বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

এশিয়ান কাপের নকআউটে কোরিয়া-বাহরাইন-ইন্দোনেশিয়া

ক্রীড়া ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
এশিয়ান কাপের নকআউটে কোরিয়া-বাহরাইন-ইন্দোনেশিয়া

কাতারে অনুষ্ঠিত এশিয়ান কাপের গ্রম্নপ 'ই' থেকে শেষ ষোলোতে ওঠে গেছে বাহরাইন, দক্ষিণ কোরিয়া ও জর্ডান। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত খেলায় মালয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত ১৫ মিনিটের খেলায় গোল করে ৩-৩ এ ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রম্নপপর্ব শেষ করেছে দক্ষিণ কোরিয়া।

রাতের আরেক ম্যাচে জর্ডানকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে থেকে শুরুর পর্ব শেষ করেছে বাহরাইন। তাদের পয়েন্ট ৬। তবে জর্ডানও উঠেছে নকআউটে। ৪ পয়েন্ট নিয়ে গ্রম্নপের তৃতীয় অবস্থানের সেরা দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে তারা।

আর গ্রম্নপ 'এফ' থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে সৌদি আরব ও থাইল্যান্ড। বৃহস্পতিবার রাতের খেলায় এই দুই দল গোলশূন্য ড্র করেছে। তাতে সৌদির পয়েন্ট হয়েছে ৭ আর থাইল্যান্ডের পয়েন্ট ৫। একইদিনের খেলায় কিরগিজিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এই গ্রম্নপ থেকে বাদ পড়েছে ওমান।

অপরদিকে তৃতীয় স্থানের সেরা দল হিসেবে জর্ডানের সঙ্গে শেষ ষোলেতে ওঠে গেছে সিরিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিস্তিন। ১৬ দলের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইন্দোনেশিয়া আর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে ফিলিস্তিন। অপরদিকে সিরিয়া মুখোমুখি হবে ইরানের। সৌদি আরব মাঠে নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে