গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর ভূমি অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ভূমি অফিসকে দালাল বা অমেদার মুক্ত করার জন্য সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় নাঈম নামের এক উমেদারকে আটক করে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান বিচারিক আদালতের বিচারক জানান উপজেলার বিভিন্ন ভূমি অফিসে উমেদার নামের দালালরা ভূমি সেবা গ্রহীতা দের কাছ থেকে বিভিন্ন ভাবে মোট অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার তিনি এ অভিযান পরিচালনা করেন। ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ফিরে আনার জন্য তিনি ভূমি অফিসকে দালালমুক্ত করার জন্য পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ভূমি অফিসে তার এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সহযোগিতা করেন কালিয়াকৈ থানার পুলিশ, উপজেলা ভূমি অফিসের নাজির আতিকুল ইসলাম, অন্যান্য কর্ম কর্তাসহ কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সাংবাদিক সহ অন্যান্যরা।