শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আবারও পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আবারও পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন বাবর আজম

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ও এর আগে এশিয়া কাপে পাকিস্তানের জন্য প্রত্যাশিত ফল এনে দিতে পারেননি বাবর আজম। যার দায় উঠেছিল অধিনায়ক বাবর আজমের কাঁধে। এরপরই তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে এসেছেন এই পাকিস্তানি তারকা ব্যাটার। এরপরই তিন ফরম্যাটে আলাদা অধিনায়কের পথে হেঁটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অস্থিরতা কাটছেই না পাকিস্তানের ক্রিকেটে।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, টি২০ বিশ্বকাপকে সামনে রেখে বাবরকে নেতৃত্বে ফেরাতে চান নবনির্বাচিত পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভি।

বিশ্বকাপের পর ব্যাপক সমালোচনার চাপে নিজ থেকেই নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। যেখানে প্রভাব দেখিয়েছিলেন তৎকালীন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। এরপর টি২০তে পাকিস্তানের অধিনায়ক হয়েছেন শাহিন আফ্রিদি। আর টেস্টে অধিনায়কের দায়িত্বে ছিলেন শান মাসুদ। তবে ওয়ানডেতে এখন পর্যন্ত নেই কোনো অধিনায়ক।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম পিসিবির অভ্যন্তরীণ সূত্রের কথা উলেস্নখ করে জানিয়েছে, পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান মহসিন নাকভি বাবরকে আবারও নেতৃত্বে ফেরানোর কথা ভাবছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে