বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ফুলগাজীতে যন্ত্রের সাহায্যে চলছে ধান কাটা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১০:৫৬
ফুলগাজীতে যন্ত্রের সাহায্যে চলছে ধান কাটা
ছবি-যায়যায়দিন

যন্ত্রের সাহায্যে চলছে ধান কাটার কাজ। সবাই মুগ্ধ হয়ে দেখছেন ধান কাটার সেই দৃশ্য।

অল্প সময়ে মাঠের ধান কর্তন ও ঝাড়াই মাড়াই করতে দেখে উৎসুক জনতার মুখে হাসি। চলছে নানান গুন্জনও। ধান কাটার শেষে কেউ কেউ স্বচ্ছ ধান হাতে নিয়েও দেখছেন। এমন এক নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের নিলক্ষী গ্রামে।

1

ফুলগাজী সদর উপজেলায় কৃষিতে সমলয় পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে ৫০ একর জমিতে চলছে ধান কাটার মহোৎসব। নতুন এ ধান কাটার পদ্ধতিতে কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নিলক্ষী গ্রামে যন্ত্রের সাহায্যে ধান কাটার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এর আগে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বোরোধান কর্তনশীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পুষ্পেন্দু বড়ুয়া। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা শিবলী সাব্বিরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, জামায়াতের আমীর জামাল উদ্দিন চৌধুরী, জেলা ছাত্র প্রতিনিধি ওমর ফারুক, নিলক্ষী ব্লকের সময়লয় চাষাবাদের দলনেতা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মাহম্মুদ মজুমদার প্রমুখ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পুষ্পেন্দু বড়ুয়া বলেন, সমলয় চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা ও খরচ কমানো মুল উদ্দেশ্যে। আধুনিক কৃষি যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এক যোগে মাঠ ভিত্তিক সব কৃষকদের ফসল উৎপাদন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের এমন উদ্যোগে উন্নতি প্রযুক্তির মাধ্যমে সমলয় পদ্ধতিতে বরোধান চাষাবাদ শুরু করা হয়েছে।

নিলক্ষ্মীর সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন বিটু বলেন, এবার নিলক্ষীতে পঞ্চাশ একর জমিতে বরোধানের আবাদ করা হয়েছিল। কৃষকরা যন্ত্রের সাহায্যে ধান রোপন করেছিলেন এবং যন্ত্রের সাহায্যে ধান কর্তনও করেন। স্থানীয় কৃষকরা জানান, যন্ত্রের মাধ্যমে একদিনে ১৫ থেকে ২০ কানি ধান কর্তন করা সম্ভব। এতে একদিকে সময় যেমন বাঁচে, অন্যদিকে শ্রমিক সংকটও কমে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, খরচ শাশ্রয় ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে ভরা মৌসুম কালে ধান কর্তনকালে কৃষি শ্রমিক সংকটের সমাধানে সমলয় পদ্ধতিতে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করা হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে