রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নাপোলিকে নিয়ে সতর্ক জাভি

ক্রীড়া ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নাপোলিকে নিয়ে সতর্ক জাভি

ঘরোয়া লিগে আলোচনার মতো অবস্থায় নেই বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ নাপোলিরও একই অবস্থা। তবে ইতালিয়ান ক্লাবটিতে চলছে অস্থিরতা। ব্যর্থতায় মৌসুমে দুবার কোচ বদল করেছে তারা। সর্বশেষ বার্সেলোনার মুখোমুখি হওয়ার ৪৮ ঘণ্টা আগে নিয়োগ পেয়েছেন স্স্নোভাকিয়ার ওয়াল্টার মাজারি। নতুন কোচের অধীনে থাকা এই নাপোলিকে নিয়ে সতর্ক বার্সা কোচ জাভি হার্নান্দেস। 

কোচের এই বদলকে বিস্ময়কর মনে হয়েছে বার্সা কোচের কাছে। কারণ, 'নাপোলি বিস্ময়কর ভাবে কোচ পরিবর্তন করেছে। অবশ্যই তাদের কারণ আছে। তাতে করে বলতে হচ্ছে ম্যাচটা সহজ হচ্ছে না। কারণ আমরা বলতে পারছি না তারা কী করতে যাচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে