সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সৌম্যর কাছে সবকিছু চান শান্ত

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ মার্চ ২০২৪, ০০:০০

সাম্প্রতিক সময় ওয়ানডে রেকর্ডটা বেশ খারাপ বাংলাদেশের। ওয়ানডে বিশ্বকাপের আগে ও পড়ে খেলা দুটি সিরিজই হেরেছে টাইগাররা। বুধবার ঘরের মাঠে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ওয়ানডে ম্যাচ দেখতে দর্শকদের সমাগম খুব একটা হবে না চট্টগ্রামে, কেননা টাইগাররা খুব একটা আকর্ষণ করতে পারেনি বন্দরনগরী দর্শকদের। টাইগার অধিনায়ক বলেন, 'এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে। রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না।'

শান্ত অবশ্য দর্শকদের সমর্থন গ্রহণ করার পাশাপাশি, দুয়োধ্বনিও গ্রহণ করছেন। তিন ফরম্যাটের নতুন অধিনায়ক বিশ্বাস করেন, দর্শকরা আশা করেন আরও ভালো ক্রিকেট খেলার।

শান্তর ভাষ্যে, 'আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন, এগুলো আমাদের কারণেই বলেন, কারণ তারা আশা করেন, আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি, তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।'

সবচেয়ে পছন্দের ফরম্যাটে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নতুন অধিনায়কের। দলের সবার কাছে যা আশা আছে নাজমুলের, এর চেয়ে সৌম্যর কাছে একটু বেশিই চাওয়া শান্তর।

গেল বছর বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই আলোচনায় সৌম্য সরকার। ক্রিকেটপাড়ায় গুঞ্জন রয়েছে, হাথুরুর প্রিয় শিষ্য সৌম্য। যার প্রমাণও মিলেছিল হাতেনাতেই। কোনো পারফর্ম ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন। এরপর আবারও দল থেকে বাদ, পরে সেই কিউইদের বিপক্ষে তাদের দেশে ১৬৯ রান করে আবারও আলোচনায় আসেন সৌম্য।

চলমান শ্রীলংকার বিপক্ষে সাদা বলের ফরম্যাটেও রয়েছেন সৌম্য। তবে টি২০ সিরিজে ব্যাট হাতে করেছেন মোটে ৪৯ রান। এবার দরজায় কড়া নাড়ছে ওয়ানডে সিরিজ। আর সেই সিরিজের ম্যাচে যদি খেলেন সৌম্য, তার কাছে কী চাওয়া থাকবে- এমন প্রশ্ন মঙ্গলবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছুতে ওর কাছে শতভাগ চাই। শেষ সিরিজে সে অনেকদিন পর ফিরে আসলো, তিনটা ম্যাচে। তিনটা ম্যাচই খেলেছে। এর মধ্যে একটা বড় ইনিংসও ছিল। অবশ্যই ধারাবাহিকতার প্রয়োজন আছে। সব ব্যাটারেরই আছে। আলাদাভাবে সৌম্যর একার প্রয়োজন আছে, সেটা বলব না। প্রত্যেক ব্যাটারের এই জায়গায় উন্নতির দরকার আছে।'

'ওয়ানডে সিরিজ অনেকদিন পর ফিরল। তিনটা ম্যাচের একটিতে বড় ইনিংস খেললে সেটাই মাশা-আলস্নাহ। ধারাবাহিকতা সবারই প্রয়োজন আছে। আলাদাভাবে সৌম্যের একার প্রয়োজন, সেটা বলব না। প্রত্যেক ব্যাটারকে এই জায়গায় উন্নতির দরকার আছে। সৌম্য নিজেও এটা নিয়ে কাজ করছে। গত সিরিজে যদি চিন্তা করা যায় ওরকম কন্ডিশনে ওরকম একটা ইনিংস খেলা অবশ্যই আমাদের দলের জন্য অনেক বড় ব্যাপার। আশা করি, যদি ও সুযোগ পায়, ওর যে জায়গায় ওখানে ব্যাট করলে ভালো করবে।'

এদিকে লংকান সিরিজে বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নেই। যার কারণে দল পরিকল্পনায় কিছুটা অদল-বদল করতে হয়। শান্ত বলেন, 'গত সিরিজ আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে খেললাম তখন খুব একটা বদল হয়নি। সাকিব ভাই নাই, সমন্বয়ে তো একটু এদিক-সেদিক হয় অনেক সময়। উনি থাকলে দলটা সাজানো আমাদের জন্য সহজ হয়। ওটা মাথায় রেখেই আমাদের ব্যাটিং অর্ডারটা সাজাব। আমাদের দলের জন্য যেটা ভালো হবে ওটাই করার চেষ্টা করব। ব্যাটিং অর্ডার আশা করছি থিতু থাকবে।'

শান্তর চাওয়া, দল হিসেবে সবাই এক হয়ে খেলা। শান্ত বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো খেলা। নিউজিল্যান্ড সিরিজে সেটা পেরেছি, সেখানে আমরা সব ম্যাচ জিততে চেয়েছি। বিশ্বকাপেও এটা দেখতে হবে দল হিসেবে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, খারাপ সময় একজন আরেকজনকে কতটা সমর্থন করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে