রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

লিটন বাদ, জাকেরকে নিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
আপডেট  : ১৭ মার্চ ২০২৪, ০০:২৬
লিটন কুমার দাস জাকের আলী অনিক

শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে শূন্য করে আউট হয়েছিলেন লিটন। ফর্মখরায় ভুগতে থাকা এ ক্রিকেটার তাই তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন। নতুন বলে অধারাবাহিকতার মধ্যে থাকায় তাকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর গতকালই ঢাকায় ফিরেছেন লিটন। এর আগে ২০২১ টি২০ বিশ্বকাপের পরও একবার বাদ পড়েছিলেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামে দলের সঙ্গে গতকালই যোগ দিয়েছেন জাকের আলী।

শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। প্রথমবার ৫০ ওভারের দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। শনিবার এক বিবৃতিতে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করে বিসিবি। এর আগে গত মাসে তিন টি২০'র সঙ্গে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছিল বিসিবি। সে সময় প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু।

দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়ার। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে শ্রীলংকা। সিরিজের প্রথমটি ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে সফরকারীরা। তাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

আগামী রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দিন দুয়েক আগে স্কোয়াড ঘোষণা করেছে গাজী আশরাফ হোসেন লিপুর নতুন নির্বাচক প্যানেল। যেখানে প্রথম দুই ওয়ানডেতেই বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন লিটন। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ম্যাচে ৩ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। অবশ্য শুধু ওয়ানডেতেই নয়, তিন ম্যাচের টি২০ সিরিজেও ব্যর্থ ছিলেন তিনি। সেখানেও আছে একটি ডাকের ইনিংস। বাকি দুই ম্যাচে রান ৭ ও ৩৬।

লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। সবশেষ টি২০ সিরিজে দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন তিনি। তিন টি২০'র দুটিতে সুযোগ পেয়ে একটিতে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। জাতীয় দলে ডাক পাওয়ার ক্ষেত্রে অবশ্য বিবেচনায় নেয়া হয়েছে তার লিস্ট 'এ' ক্যারিয়ারের পারফরম্যান্সও। যেখানে ৮৪ ম্যাচে ৭০ ইনিংসে ব্যাট করে ৩৪.৮৭ গড়ে ১৯১৮ রান করেছেন জাকের। যেখানে ২ সেঞ্চুরির সঙ্গে আছে ৯টি অর্ধশতের ইনিংস।

নান্দনিক সব শট খেলে ক্ল্যাসিক ব্যাটারের তকমা পেয়েছেন লিটন। এমন একজনকে বাদ দেয়ার কী ব্যাখ্যা দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আফরাফ হোসেন লিপু?

লিটনের বদলে সুযোগ পেলেও জাকের মূলত খেলেন মিডল অর্ডার পজিশনে। তৃতীয় ওয়ানডেতে অন্য ওপেনারদের সুযোগ করে দিতেই বাদ দেয়া হয়েছে তাকে। আর জাকের মিডল অর্ডারের ব্যাটিং গভীরতা বাড়াবে বলেই বিশ্বাস নতুন নির্বাচকের।

গাজী আশরাফ বলেন, 'আমরা বিশ্বাস করি, সিরিজ সমতার মধ্যে জাকের আলীর অন্তর্ভুক্তি মিডল অর্ডারে অনেক বিকল্প ও নমনীয়তা তৈরি করবে।'

ওপেনার লিটনের পরিবর্তে মিডলঅর্ডার ব্যাটার জাকের আলি অনিক। তাকে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যায় নির্বাচক বলেন, 'আমরা দেখেছি যে, লিটনের পরিবর্তে যদি মিডলঅর্ডারে কাউকে যুক্ত করা যায়, কারণ মিডলঅর্ডারে, সেখানে একটি গ্যাপ আছে। সেখানে আমরা জাকের আলি অনিককে উপযুক্ত মনে করেছি। তিনি এর আগে টি২০তে খেলেছেন, রানও করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলছে, সেখানেও তিনি রান করছেন।'

লিটনকে বাদ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, 'সাদা বলের ক্রিকেটে লিটনের বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এবং অন্য দুই সক্ষম ওপেনারের কথা মাথায় রেখে আমরা এ পরিবর্তন এনেছি।'

জাতীয় দলের নতুন নির্বাচক বলেন, 'যেহেতু সিরিজটা চলছে, সেখানে পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। এখানে, আপনারা হয়তো জানেন, দলের সঙ্গে আগে থেকেই এনামুল হক ও তানজিদ হাসান তামিম রয়েছে। সৌম্য সরকারও আছে, যারা ওপেন করতে পারে। যারা রয়েছে, তাদের মধ্যে থেকে দুজন ওপেনারকে কোচ ও অধিনায়কের বেছে নিতে হবে। আমরা ডেফিনেটলি এই সিলেকশন প্রসেসে কোচ ও ক্যাপ্টেনের মতামত নিয়েছি।'

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউলস্নাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে