রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

'যত্ন নিলে রিশাদ দেশের বড় সম্পদে পরিণত হবে'

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ মার্চ ২০২৪, ০০:০০
মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারের অভাবটা ছিল শুরু থেকেই। তবে সেই অভাব পূরণ করতে রিশাদ হোসেনকে নিয়ে কাজ করছে বিসিবি। বর্তমান সময়ে বাংলাদেশে একমাত্র লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খেলছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে টি২০ সিরিজে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছিলেন তিনি। তাই রিশাদকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

টি২০তে ইকোনমিক্যাল রিশাদ। সেই সঙ্গে উইকেট নেওয়ার সহজাত ক্ষমতাও আছে। ব্যাট হাতেও যে খারাপ যান না, সেটাও প্রমাণ করেছেন। সব মিলিয়ে রিশাদকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন জাতীয় দলের অলারাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সিরিজের শেষ ওয়ানডের আগে রোববার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, 'অবশ্যই আমাদের বাংলাদেশ দল তো অনেক দিন ধরেই একটা লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল। যে জিনিসটা রিশাদের মধ্যে আছে। আমি মনে করি, ওর এখনো অনেক দেওয়ার বাকি আছে, শেখার বাকি আছে। ওর মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। যত ম্যাচ খেলবে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, অভিজ্ঞতা হবে।'

লেগ স্পিনারের জন্য কাজটা কঠিন উলেস্নখ করে মিরাজ বলেন, 'একজন লেগ স্পিনারের জন্য অত সহজ না কাজটা, অনেক কঠিন। আমাদের দেশে এবং বাইরে যখন খেলা হয়, খেলায় অনেক কন্ট্রোল থাকতে হয়। যে জিনিসটা ওর ভেতরে আসছে আমি দেখেছি অনেক উন্নতি হয়েছে। সে যত ম্যাচ খেলবে তত শিখতে পারবে। আমরা যদি ওর যত্ন নিতে পারি, তাহলে আমাদের দেশের জন্য একটা বিরাট সম্পদ হবে।'

রিশাদের ব্যাটিং নজর কেড়েছিল তৃতীয় টি২০তে। দেশের হয়ে ছক্কার রেকর্ডও গড়েছেন। রিশাদের ব্যাটিং নিয়েও তাই আশাবাদী মিরাজ বলেন, 'হঁ্যা, অবশ্যই। একটা বোলার যখন ব্যাটিং করতে পারে তখন কিন্তু দলের অনেক সুবিধা হয়। দল কিন্তু ভালো একটা পজিশনে যায়। রিশাদ ব্যাটিং করতে পারে এটা আমাদের দলের জন্য একটা সুবিধা। আমরা যদি ওকে যত্ন নিতে পারি, ওকে যদি ঠিকঠাক ব্যবহার করতে পারি ও ব্যাটিংটাও ভালো করবে। টি২০তে কিন্তু ও ভালো একটা ইনিংস খেলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও বড় শট খেলতে পারে। ওর সেই সামর্থ্য আছে।'

'আমরা ওইভাবে চিন্তা করছি। আমিও ওর সঙ্গে কথা বলেছি, টিম ম্যানেজমেন্টও কথা বলেছে। ওকে সুযোগ দেওয়া হয়েছে ব্যাটিংয়ের, নেটে। সে যদি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারে ও লম্বা সময় সার্ভিস দিতে পারবে এটা আমি মনে করি।' -যোগ করেন মিরাজ।

লিটনের বাদ পড়া নিয়ে মিরাজের ব্যাখ্যা

নতুন বলে অধারাবাহিক। শ্রীলংকার বিপক্ষে সিরিজের মাঝপথে লিটন দাসকে বাদ দিতে ঠিক এতটুকু কারণই যথেষ্ট ছিল বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলের জন্য। বাদ পড়ার পরের দিনই লিটন আবার ব্যাট হাতে নেমে পড়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে সেই নামাটাও খুব একটা সুখকর হয়নি।

চট্টগ্রামে অবশ্য বাংলাদেশ জাতীয় দল নিজেদের প্রস্তুতি নিচ্ছে লিটনকে ছাড়াই। আজ সোমবার সিরিজের শেষ ম্যাচ। তার আগে সংবাদ সম্মেলনে লিটনের বাদ পড়াটাই তাই সংবাদ সম্মেলনে বড় ইসু্য হয়ে ধরা দিয়েছে। সাংবাদিকদের সামনে

আসা মিরাজ অবশ্য আশা করেছেন, খুব দ্রম্নত ফিরবেন লিটন।

লিটনের প্রসঙ্গে মিরাজ বলেন, 'আপনি দেখেন যে লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি ওনি বাদ পড়েছে ওই রকম কিছু না, আকার ক্যামব্যাক করতে পারবে-এটা আমি মনে করি। তার মধ্যে সেই সম্ভাবনা আছে। আমরা জানি তিনি কেমন খেলোয়াড়। তিনি যে বাদ পড়েছে, এই রকম কিছু না। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রম্নত বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।'

লিটনের বাদ পড়া দলের জন্য কড়া বার্তা কিনা এমন প্রশ্নে মিরাজ বললেন, 'জাতীয় দলে কিন্তু পারফরম্যান্স করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা, আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশে। তার পরও সবার আপ ডাউনস থাকে। আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। খারাপ খেললেও কিন্তু আপনি চান্স পাবেন না, এটা প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।'

নতুন নির্বাচক কমিটি নিয়ে মিরাজ বলেন, 'প্রত্যেকটা সিলেকশন প্যানেলের আলাদা আলাদা দর্শন থাকে। তাদের চিন্তাভাবনা একেক রকম থাকে। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারব না। তাদের চিন্তা কি ছিল, তাদের সঙ্গে আমার ওই রকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা অধিনায়ক জিনিসটা ভালো বলতে পারবে। একেকজনের একেক রকম চিন্তাভাবনা থাকে।'

তবে সব কিছুর ঊর্ধ্বে পারফরম্যান্সকেই মাপকাঠি মানছেন মিরাজ 'প্রত্যেকে পেস্নয়ারের পারফরম্যান্স করতে হবে, এর আগেও বলেছি, এখনো স্টিল বলছি। পারফর্ম না করলে আপনি, আমার মনে হয় শুধু জাতীয় দল নয়, দুনিয়ার কোথাও খেলতে পারবেন। পারফর্ম করেই আপনাকে খেলেতে হবে প্রত্যেকটা জায়গায়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরম্যান্সের ক্ষেত্রে এবং কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেই জায়গায় কাজ

করা উচিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে