মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

'এই ড্র হারের মতন'

ক্রীড়া ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
'এই ড্র হারের মতন'

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে গিয়ে একচেটিয়া প্রাধান্য দেখিয়ে এগিয়ে গিয়েছিল লিভারপুল। মুহূর্মুহূ আক্রমণে তৈরি করেছিল একের পর এক সুযোগ। কিন্তু খেলার ধারার বিপরীতে দুই গোল খেয়ে পিছিয়েও যায় তারা। পরে সমতা ফিরিয়ে ম্যাচ শেষ করলেও জিততে না পারায় এই ড্রকে হারের সমান বলছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

ওল্ড ট্রাফোর্ডে ২-২ গোলে ড্র হয় লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ। এতে করে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার সুযোগ হাতছাড়া করে লিভারপুল। আর্সেনালের সমান ৭১ পয়েন্ট থাকলেও গোল গড়ে পিছিয়ে দুইয়ে অল রেডসরা।

লিগের প্রেক্ষাপট বিচারে ও খেলার ধরনে তাই ড্র ম্যাচকে হারের মতন মনে হচ্ছে ডাইকের, 'এটা হারের মতন মনে হচ্ছে। এটা আমাদের ভুল। আমরা এত সুযোগ পেয়েছিলাম খেলাটা জিতে শেষ করা উচিত ছিল।'

২৩ মিনিটে লুইস ডিয়াজের গোলে লিভারপুলই এগিয়ে গিয়েছিল ম্যাচে। প্রথমার্ধে ৫৫ শতাংশের বেশি বল দেখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে ১৫টি শট নেয় লিভারপুল। বিপরীতে ইউনাইটেড কোনো শটই নিতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে