বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চার ম্যাচ পর জয়ের দেখা পেল জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
চার ম্যাচ পর জয়ের দেখা পেল জুভেন্টাস

ইতালিয়ান সিরি আ'তে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস। আলিয়াঞ্জ স্টেডিয়ামে ফিওরেন্তিনার বিপক্ষে ১-০ গোলে জয় পায় তুরিনের বুড়িরা।

ফেব্রম্নয়ারির শেষ সপ্তাহের পর লিগে অবশেষে জয়ের মুখ দেখল জুভেন্টাস। রোববার রাতে ফিওরেন্তিনার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার গাট্টি।

ইনজুরি ও নিষেধাজ্ঞার জন্য কয়েকজন বড় তারকাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে জুভেন্টাসকে। যার জন্য নিজেদের ছন্দ ফিরে পাচ্ছে না তারা। তবে অবশেষে জয় পেয়েছে আলেগ্রির দল।

ঘরের মাঠে খেলা হলেও পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে ফিওরেন্তিনা। শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে সফরকারীরা। তবে ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। গাট্টি জুভেন্টাসকে এগিয়ে দেন। ম্যাচের ৩৩ মিনিটে আরেকটি গোলও পেয়ে যায় স্বাগতিকরা। তবে ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করা হয়।

দ্বিতীয় হাফে পুরোটা সময়জুড়েই আক্রমণ চালিয়ে গেছে ফিওরেন্তিনা। মাঝে কয়েকটা সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ফিওরেন্তিনার আক্রমণ সামলে নিয়ে ১-০ গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে তুরিনের বুড়িরা।

৩১ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে জুভেন্টাস। ৩০ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশে ফিওরেন্তিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে