বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

জ্যোতির ফিফটির পরও বড় হার

ক্রীড়া প্রতিবেদক
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
জ্যোতির ফিফটির পরও বড় হার

ভারতের বিপক্ষে টি২০ সিরিজের শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি২০তে বড় হার সঙ্গী করেছে স্বাগতিকরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটির পরও বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪৪ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৭ উইকেটে ১৪৫ রান করে। বোলাররা লক্ষ্য নাগালে রাখলেও ব্যাটসম্যানরা পারেননি নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে। জ্যোতির ৫১ রানের সুবাদে বাংলাদেশের রান কোনোমতে ১০১-এ গিয়ে পৌঁছায়।

উইকেট ছিল দারুণ। টি২০'র জন্য আদর্শ। বল ভালোই ব্যাটে আসছিল। রান করার জন্য ছিল আদর্শ কন্ডিশন। চিরাচরিত উঁচুনিচু বাউন্স নয়, সমান বাউন্সেই বল এসেছিল। কিন্তু ভারত ও বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই পারেননি টি২০ সুলভ ব্যাটিং করতে।

দিনের সেরা ব্যাটসম্যান বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। একমাত্র ফিফটি এসেছে তার ব্যাট থেকেই। শেষ ওভারে বোল্ড হওয়ার আগে ৪৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। তবে দিনশেষে শেষ হাসিটা হেসেছে অতিথিরা।

নতুন বলে মারুফার ওপর আস্থা রেখেছিলেন নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে এই পেসারকে সেট হতে দেননি শেফালি ভার্মা। অবশ্য পরের ওভারেই উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ।

সুলতানাকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন স্মৃতি মান্ধানা। কিন্তু সেটা হাতে জমাতে পারেননি ফারিহা তৃষ্ণা। অবশ্য সেই তৃষ্ণাই পরের ওভারে দলকে ব্রেকথ্রু এনে দেন। তার করা অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হন স্মৃতি।

অন্যপ্রান্তে দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার শেফালি ভার্মা। ২২ বলে ৩১ রান করেছেন ভার্মা। ভারতের মিডল অর্ডার ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন। ইয়শতিকা ভাটিয়া করেছেন ২৯ বলে ৩৬ রান।

চারে নেমে হারমানপ্রীত করেছেন ২২ বলে ৩০ রান। তাছাড়া রিকা ঘোষের ব্যাট থেকে এসেছে ২৩ রান। বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। এ ছাড়া ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মারুফা আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে