শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা (অ-১৫) টি২০ ক্রিকেটের চূড়ান্ত পর্বে জিতেছে তুরাগ ও বুড়িগঙ্গা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬০ রান করে গাজীপুরের ধলেশ্বরী দল। জবাবে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ৬১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকার বুড়িগঙ্গা। দিনের অন্য ম্যাচে ৩০ রানে জিতেছে তুরাগ (রাজবাড়ী)। প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে আট উইকেট হারিয়ে ৯৫ রান করে তুরাগ। জবাবে খেলতে নেমে মাত্র ৬৫ রানেই সবক'টি উইকেট হারিয়ে বসে মেঘনা (টাঙ্গাইল)। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজ করিম নেলী, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার হিরু ছিলেন।