বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় গোপালগঞ্জের মধুমতি নদীতে অনুষ্ঠিত শেখ রাসেল ২০তম জাতীয় দূরপালস্নার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল আহমেদ ও মহিলা বিভাগে মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন।
বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর বৌলতলী ব্রিজ থেকে শুরু হয়ে হরিদাশপুর ব্রিজে এসে শেষ হয়। পুরুষ বিভাগে ১৫ কিলোমিটার এবং মহিলা বিভাগে ১০ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগে ১ ঘণ্টা ২১ মি. ৯২ সে. সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল আহমেদ। ১ ঘণ্টা ২২ মি. ০০ সে. সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে সেনাবাহিনীর নুরুল ইসলাম এবং ১ ঘণ্টা ২৪ মি. সময় নিয়ে তৃতীয় হয়েছেন নৌবাহিনীর পলাশ চৌধুরী।
১০ কিলোমিটার দূরত্বের মহিলা বিভাগে ১ ঘণ্টা ২৩ মি. ১২ সে. সময় নিয়ে প্রথম হয়েছেন সেনাবাহিনীর মোছা. মুক্তি খাতুন, ১ ঘণ্টা ২৫ মি. ২ সে. সময় নিয়ে দ্বিতীয় নৌবাহিনীর সোনিয়া আক্তার এবং ১ ঘণ্টা ২৭ মি. ২০ সে. সময় নিয়ে তৃতীয় মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার রুপা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, সহ-সভাপতি আব্দুল হামিদ ও যুগ্ম সম্পাদক সেলিম মিয়াসহ অন্যরা।