মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ককে গুলি করে হত্যা

ক্রীড়া ডেস্ক
  ১৯ জুলাই ২০২৪, ০০:০০
শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ককে গুলি করে হত্যা

নিজের বাড়ির বাইরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধাম্মিকা নিরোশানা। দেশটির গল জেলার উপকূলবর্তী শহর আম্বালানগোডায় এ ঘটনা ঘটে। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত বুধবার ৪১ বছর বয়সি নিরোশানাকে হত্যা করা হয়। সে সময় বাড়িতেই অবস্থান করছিলেন তার স্ত্রী ও দুই সন্তান। লংকান পুলিশ ওই অজ্ঞাত বন্দুকধারীকে চিহ্নিত করতে ও ধরতে তদন্ত করছে।

অলরাউন্ডার নিরোশানা পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ছিলেন পারদর্শী। ২০০০ সালে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে অভিষেক হয় তার। ২০০২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। নিরোশানার মধ্যে সম্ভাবনা দেখা গেলেও ২০০৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এর আগে তিনি ১২টি প্রথম শ্রেণির ও আটটি লিস্ট 'এ' ম্যাচ খেলেন। তবে লংকানদের মূল দলের জার্সি কখনো ওঠেনি তার গায়ে।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে