টি২০ বিশ্বকাপের পর এখন পর্যন্ত টাইগারদের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। পাকিস্তান সিরিজ দিয়ে যেন নতুন শুরুটা ভালোভাবে করা যায়, সেজন্য বেশ মনোযোগী বিসিবি।
টি২০ বিশ্বকাপের পর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ব্যস্ত রয়েছেন ক্রিকেটাররা। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব-মুশফিকরা। এই সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টেস্ট দলে থাকা ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে দু'টি টেস্ট ম্যাচ খেলবে এইচপি এবং টাইগার্সের ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার মাঠে গড়াবে প্রথম ম্যাচ।
আসন্ন সিরিজের জন্য কবে নাগাদ বাংলাদেশ দল ঘোষণা করা হবে সেটি নিশ্চিত করা যায়নি। পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা কবে, এ প্রসঙ্গে বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, 'ওটা ক্রিকেট বোর্ড যখনই বলবে, তখনই আমরা দিয়ে দেব। আমরা মোটামুটি কাজ এগিয়ে রেখেছি। যখন বলবে তখনই আরকি (ঘোষণা করা হবে)।'
প্রস্তুতিমূলক দু'টি ম্যাচে নির্বাচকদের নজর থাকবে কি না, এমন প্রশ্নে রাজ্জাক বলেন, 'এটি (প্রস্তুতি ম্যাচ) আসলে অনুশীলনের জন্য। প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। অনেকে দলে নেই, তারাও সেখানে থাকবে, মূলত সবার অবস্থা খেয়াল রাখা হবে। পাকিস্তানে যাওয়ার আগে তারা অন্তত প্রস্তুতি সেরে নিতে পারে, এজন্য এই আয়োজন।'
জানা গেছে, যেখানে প্রথম টেস্ট ম্যাচটি হবে দুই দিনের। এরপর দুইদিন বিশ্রামের পর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী। ম্যাচটি শুরু হবে ২৯ জুলাই থেকে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ সোহেল ইসলাম।
দু'টি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে ম্যাচ দু'টি শুরু হওয়ার কথা ছিল যথাক্রমে ২৪ জুলাই ও ২৮ জুলাই থেকে। কিন্তু দু'টি টেস্টই একদিন করে পিছিয়ে গেল। ধারণা করা হচ্ছে এর নেপথ্য কারণ দেশব্যাপী অস্থির পরিস্থিতি।
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টেস্টের সিরিজ খেলতে দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। যেখানে ২১-২৪ আগস্ট প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট।
জাতীয় দলের সিরিজের আগে পাকিস্তান সফরে যাবে 'এ' দলও। সেখানে দু'টি চারদিনের এবং ৩টি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। বিসিবি সূত্র জানিয়েছে, ৬ আগস্ট ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবেন ক্রিকেটাররা।
টেস্ট সিরিজের প্রস্তুতি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 'এ' দলের সঙ্গে পাঠানো হতে পারে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ২ চক্র শেষে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। এবারও পারফরম্যান্স আশানুরূপ নয়। ৪ ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে দল। শ্রীলংকার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ১টিতে জয়, আরেকটিতে হারের মুখ দেখেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে পয়েন্ট অর্জন যে সহজ হবে না, সেটাও বলা যায় নিশ্চিতভাবেই।