মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

জেলখানায় ক্রিকেট শিখিয়ে আইসিসির অ্যাওয়ার্ড জিতল মেক্সিকো

ক্রীড়া ডেস্ক
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৭ জুলাই ২০২৪, ১২:১৪
জেলখানায় ক্রিকেট শিখিয়ে আইসিসির অ্যাওয়ার্ড জিতল মেক্সিকো

ক্রিকেট বিশ্বে একদমই পরিচিত কোনো নাম নয় মেক্সিকো। তবে দারুণ কিছু উদ্যোগ দিয়ে আইসিসিরি নজর কেড়েছে মেক্সিকো ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতের স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে যেমন দল পাঠিয়েছে তারা, তেমনি তাদের চমকপ্রদ এক উদ্যোগ- মেক্সিকো সিটিতে জেলখানার বন্দিদের পুনর্বাসনের অংশ হিসেবে ক্রিকেট সেশন পরিচালনা করা। এমন সব উদ্যোগের জন্য এবার তারা পেল আইসিসির স্বীকৃতি।

এ বছরের আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে মেক্সিকো। মেক্সিকো পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কার জিতেছে আরও পাঁচটি দেশ- ওমান, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্কটল্যান্ড। মেক্সিকো পুরস্কার জিতেছে 'আইসিসি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার' ক্যাটাগরিতে। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে মেক্সিকো ক্রিকেটের চেয়ারম্যান বেন ওয়েন এই প্রাপ্তিকে বলছেন 'বিশাল এক সম্মান। ১০০% ফিমেল ক্রিকেট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার' পুরস্কার জিতেছে ওমান। 'ঈৎরপশবঃ৪ঐবৎ' প্রকল্পের মাধ্যমে নারী প্রতিভা খুঁজে বের করা, পরিচর্যা, স্কিল শানিত করা ও নারীর ক্ষমতায়নের উদ্যোগের জন্য এই স্বীকৃতি তারা পেয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে 'সফট বল' দিয়ে ১৬ দলের নারী ক্রিকেট লিগ চালু হয় ওমানে, যেখান থেকে ৯টি দল এখন ক্রিকেট বলের নারী লিগে অংশ নিচ্ছে। ওমান ক্রিকেটের চেয়ারম্যান পাঙ্কাজ খিমজি এই পুরস্কারকে দেখছেন ওমানের নারী ক্রিকেটে অগ্রগতির পথে বড় প্রেরণা হিসেবে।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে