মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

লিভারপুলে চোট ধাক্কা

ক্রীড়া ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
লিভারপুলে চোট ধাক্কা

প্রাক-মৌসুম পর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে নতুন কোচ আর্না স্স্নটের জন্যও যা প্রথম। এদিন অবশ্য একটা ধাক্কাও খেয়েছে দলটি। খেলার মধ্যে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মিডফিল্ডার কার্টিস জোন্স। এবারের যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ সময় শনিবার রেয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল।

ম্যাচের আধ ঘণ্টার মাথায় চোট যান পেয়ে মাঠ ছাড়েন জোন্স। এর তিন মিনিট পরই জয়সূচক গোলটি করেন হাঙ্গেরির মিডফিল্ডার দমিনিক সোবোসলাই। ২৩ বছর বয়সি ইংলিশ ফুটবলার জোন্সের চোট কতটা গুরুতর, তা অবশ্য জানা যায়নি। ডাচ্‌ কোচ স্স্নট বলেন, জোন্সের চোটের অবস্থা নিয়ে এখনই মন্তব্য করাটা আগভাগে হয়ে যায়। আগামী মৌসুমের প্রস্তুতিপর্বে লিভারপুল প্রথম মাঠে নেমেছিল গত সপ্তাহে। দর্শকশূন্য নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে ওই ম্যাচে তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল প্রেস্টন নর্থ এন্ড। কোচ ইয়ুর্গেন ক্লপ অ্যানফিল্ডে দীর্ঘ ৯ বছরের অধ্যায়ের ইতি টানলে তার জায়গায় স্স্নটকে দায়িত্ব দেয় লিভারপুল। প্রেস্টনের বিপক্ষে সেটাই ছিল স্স্নটের কোচিংয়ে দলটির প্রথম ম্যাচ।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে