অস্ট্রেলিয়ায় আয়োজিত টপ অ্যান্ড টি২০ সিরিজে টানা দুই ম্যাচে হারার পর এবার জয়ের মুখ দেখল বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) দল। ডারউইনে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেটে হারিয়েছে এইচপি দল। আজ শুক্রবার পরের ম্যাচে এইচপি দলের প্রতিপক্ষ পাকিস্তান 'এ' দল।
এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি ২০ ওভারে মাত্র ১২৪ রান করতে পারে। জবাবে জিশান আলমের ফিফটি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জিতে যায় বাংলাদেশ হাইপারফরম্যান্স দল।
৯ দলের এই সিরিজে প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে হারিয়ে শুভসূচনা করে আকবর আলীর দল। তবে পরের দুই ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হারে তারা।
গতকাল ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব মূলত বাংলাদেশি বোলারদেরই। প্রতিপক্ষকে মাত্র ১২৪ রানে আটকে লক্ষ্যটা সহজ করে দেন তারা। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ম্যাকনামারা। মার্ন করেন ২০ রান। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করা রিপন মন্ডল এদিন বাংলাদেশের সেরা বোলার। এছাড়া আবু হায়দার রনি ২ উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও জিশান আলম। ৫১ রানের জুটিতেই ম্যাচের ভাগ্য অনেকটাই গড়ে দেন তিনি। জাতীয় দলে খেলা তানজিদ তামিম ১৫ বলে ১৮ রান করে আউট হয়ে গেলেও জিশান আলমের ব্যাট এদিনও হেসেছে। ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১টি চার ও ২টি ছক্কা। এছাড়া পারভেজ ইমন ২৩ ও আফিফ হোসেন ১৭ রান করেন।