রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের আগে মাঠে গড়াচ্ছে নারীদের এনসিএল

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
বিশ্বকাপের আগে মাঠে গড়াচ্ছে নারীদের এনসিএল
বিশ্বকাপের আগে মাঠে গড়াচ্ছে নারীদের এনসিএল

টি২০ নারী বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হলেও সূচিতে আসেনি পরিবর্তন। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ থেকে ২০ অক্টোবর বসবে এবারের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতির কথা মাথায় রেখে আয়োজিত হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ২০ ওভারের ফরম্যাটে হতে চলা লিগের সূচি প্রকাশ করেছে। আট বিভাগীয় দলের অংশগ্রহণে ১৩তম নারী এনসিএল ২৪ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ও বাংলা ট্র্যাক একাডেমি মাঠে দিনে দু'টি করে ম্যাচ মাঠে গড়াবে। সকাল ৯টায় ও দুপুর ২টায় ম্যাচগুলো আরম্ভ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে