রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

অ্যাথলেটিকস ফেডারেশনে ২ জনের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
অ্যাথলেটিকস ফেডারেশনে ২ জনের পদত্যাগ
অ্যাথলেটিকস ফেডারেশনে ২ জনের পদত্যাগ

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে থাকা দুই কর্তা পদত্যাগ করেছেন। বুধবার বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু) ও যুগ্ম সম্পাদক এসএম সরাফাত হোসেন তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সাধারণ সম্পাদক বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি সেখান থেকে ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা আবু তালহাকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অ্যাথলেটিকস ফেডারেশনে অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে প্রবেশ করেছিলেন আব্দুর রকিব মন্টু। পেশায় আইনজীবী হলেও সময়ের ব্যবধানে ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়ে উঠেন। গত নির্বাচনে কৃতি অ্যাথলেটদের বাদ দিয়ে কমিটি গঠনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি তার অতিরিক্ত বিদেশ ভ্রমণ ও বিদেশে বেশি সময় কাটানো নিয়েও জোর অভিযোগ করেন অ্যাথলেটিকস সংশ্লিষ্টরা।

সাধারণ সম্পাদকের অবর্তমানে কাজ করেন যুগ্ম সাধারণ সম্পাদক। অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সম্পাদক ২ জন। এর মধ্যে একজন বুধবার পদত্যাগ করেন। অ্যথলেটিকস ফেডারেশনের সভাপতি তোফাজ্জল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব। পটপরিবর্তনের পর তিনিও চাপের মুখে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে