শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি :শান্ত

ক্রীড়া প্রতিবেদক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
নাজমুল হোসেন শান্ত

কানপুর টেস্টে মোটে পাঁচ দিনে খেলা হয়েছে ১৭৩.২ ওভার। যার মানে দাঁড়ায় পুরোপুরি দুইদিনও ঠিকমতো খেলা হয়নি। কারণ বৃষ্টির বাধায় প্রায় তিনদিনের খেলা পরিত্যক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ড্রয়ের স্বপ্নে বিভোর থাকা বাংলাদেশ, অবিশ্বাস্যভাবে হেরে যাবে, তা হয়তো কেউই ভাবেনি। দুদিন নয় বাংলাদেশকে মাত্র দেড় দিনেই হারিয়ে দিল রোহিতরা। পাকিস্তানের বিপক্ষে সফলতার পর এমন ব্যর্থতা কেন, কারণ জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পুরস্কার বিতরণী পর্বে হতাশা ঝরা কণ্ঠেই দলের ব্যর্থতা মেনে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচ টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশের মূল কারণ যে ব্যাটিং ব্যর্থতা, সেটিরও উলেস্নখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক।

কানপুর টেস্ট শেষে শান্ত বলেন, 'আমরা ভালো ব্যাটিং করিনি। আপনি যদি সব ব্যাটারের দিকে তাকান, তারা ৩০-৪০ বল খেলে আউট হন। একজন ব্যাটসম্যানের জন্য বড় রান পাওয়া গুরুত্বপূর্ণ।'

এর আগে চেন্নাই টেস্টে টিম ইন্ডিয়ার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে ভালো ব্যাটিংয়ের আশা দেখিয়েছিলেন টাইগার কাপ্তান। তার কথার বিপরীতে গিয়ে আবারও সেই ব্যাটিং ব্যর্থতার উদাহরণ হয়ে রইল কানপুর টেস্ট। বৃষ্টিতে দুইদিন ভেসে যাওয়া ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে সফরকারীরা।

প্রথম টেস্টে আগে বোলিং নিয়ে দ্রম্নতই স্বাগতিকদের ৬ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। এরপর রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটিতে ম্যাচে অতিথি দল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই ঘটনার স্মৃতি স্মরণ করেন শান্ত। তার ভাষ্য, 'সেই সময় যেভাবে অশ্বিন ও জাড্ডু (জাদেজা) ব্যাট করেছিল। তারা সত্যিই দারুণ করেছিল। সেই জুটির জন্য আমাদের সেই খেলায় অনেক মূল্য দিতে হয়েছে।'

দলীয় অর্জনের খাতা শূন্য থাকলেও ব্যক্তিগত নৈপুণ্য দেখান মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে মুমিনুল অপরাজিত ১০৭ রানের লড়াকু ইনিংস খেলেন। বল হাতে দুই ইনিংস মিলিয়ে মিরাজের শিকার ৬ উইকেট।

এই দুই ক্রিকেটারের প্রশংসায় বাংলাদেশ দলের অধিনায়কের মন্তব্য, 'এই ইনিংসে মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা ভালো ছিল। আর বল হাতে মিরাজ। আশা করি মেহেদী (মিরাজ) পরের টেস্ট ম্যাচে বোলিংটা ভালোভাবে চালিয়ে যাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে