রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নেপালে নেমেই পাস-ফেলের খবর পেলেন ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
নেপালে নেমেই পাস-ফেলের খবর পেলেন ফুটবলাররা
নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল -ওয়েবসাইট

নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মঙ্গলবার সকাল ১০ টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছিল বাংলাদেশ। ঘণ্টা দেড়েকের মধ্যেই নেপালের কাঠমান্ডুতে পৌঁছান সাবিনারা। ২৩ সদস্যের সাফ স্কোয়াডের মধ্যে চারজন ছিলেন এইচএসসি পরীক্ষার্থী। চার জনের মধ্যে আফিদা খন্দকার (৪.৩) ও শাহেদা আক্তার রিপা পাস করেছেন। দুই তারকা ফুটবলার তহুরা খাতুন (২ বিষয়) ও শামসুন্নাহার জুনিয়র এক বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন। 

মঙ্গলবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। যখন ফলাফল প্রকাশ হয় তখন নারী দল ঢাকা থেকে কাঠমান্ডুর ফ্লাইটে। কাঠমান্ডু নামার কিছুক্ষণ পরেই ফলাফল জানতে পারেন বাংলাদেশ দলের নারী ফুটবলাররা। কাঠমান্ডু নামার পরপরই বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানায় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ কন্টিনজেন্টের সবার গলায় উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের ফুটবলাররা সেই উত্তরীয় গায়ে জড়িয়ে ফটোসেশন করে। নেপালের আবহাওয়া বেশ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ দল মাঠে অনুশীলন করেনি। হোটেলেই সাঁতারে রিকভারি করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে