বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী নারী দলকে আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেলা ১১টায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে বাফুফে থেকে নিশ্চিত করা হয়েছে। গত বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শিরোপা জয়ের পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে নারী দলকে। এবার সেই দিনক্ষণও জানা গেল।

1

নারী দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে এক কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে। ট্রফি জয়ের পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন নারী ফুটবলাররা। ছাদখোলা বাসের মাধ্যমে রাজসিক সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নিয়েছে বাফুফে। বিকাল নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে গিয়েছেন সাবিনা খাতুনরা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে