বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক দুই শিশু

কুষ্টিয়া প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৬:৫২
পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক দুই শিশু
ছবি: যায়যায়দিন

অভাব অনটনের সংসার। কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় ছোট্ট এই টিনের চালের বাড়িতেই তিন শিশু কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন মামুন ও তার স্ত্রী মেঘলা। মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে পরকীয়ার সংক্রান্ত বিষয় ও পারিবারিক কলহ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী মেঘলা খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে।

শুধু তাই নয়, ওই যুবক তার নিষ্পাপ দুই শিশুকন্যাকে আছড়ে হত্যা চেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে মামুন ও তার দুই শিশুকন্যা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

1

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় তার নিজ বসতবাড়িতে মামুনের সাথে তার স্ত্রী মেঘলা খাতুনের পরকীয় সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে মামুন তার দুই শিশুকন্যা কুলসুম(৪) ও জান্নাত (২)কে আছড়ে গুরুতর আহত করার পর নিজেও বটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

খবর পেয়ে মামুনের স্বজন ও স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন। এসময় অপারেশন থিয়েটারে অস্ত্রপচারের সময় স্ত্রী মেঘলা খাতুন মারা যান। মুমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে মামুন ও তার দুই শিশু কন্যা। মামুন একই এলাকার নবিউলের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি।

প্রতিবেশী ও স্বজনরা বলছে, সম্প্রতি সময়ে মামুননের স্ত্রী মেঘলা খাতুন তার পরকীয়া প্রেমিকের সাথে বাড়ি ছেড়ে চলে যান। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। তাদের ধারণা এ কারণেই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এদিকে নিহতের মা ও তার স্বজনদের দাবী নির্যাতন করেই কুপিয়ে নৃশংসভাবে মেঘলাকে হত্যা করা হয়েছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আরএমও ডাক্তার হোসেন ইমাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে মেঘলার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন মামুন ও তার দুই শিশুর কন্যা কুলসুম ও জান্নাতের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে