সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বেলজিয়াম দলে ফিরলেন লুকাকু

ক্রীড়া ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
বেলজিয়াম দলে ফিরলেন লুকাকু

উয়েফা নেশন্স লিগের শেষ আটে ওঠার অভিযানে আসন্ন দুই ম্যাচের দলে ফিরেছেন রোমেলু লুকাকু। চার ম্যাচ পর দেশটির রেকর্ড গোলদাতাকে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। লুকাকু বেলজিয়ামের হয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বশেষ খেলেছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১৯ ম্যাচে তার গোল ৮৫টি। দলটির হয়ে এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে কারোর ৩০ গোলের বেশি নেই।

গত সেপ্টেম্বরে নাপোলির ৩১ বর্ষী এই স্ট্রাইকার ক্লাব ফুটবলে দলবদলের কারণে দলে ছিলেন না। ফিটনেস না থাকায় পরের মাসে তাকে দলে না রাখার কথা জানিয়েছিলেন কোচ তেদেস্কো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে