আরব বেসবল ক্লাসিকে শক্তিধর আরব আমিরাতের কাছে হার মেনেছে বাংলাদেশ দল। শনিবার গ্রম্নপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ০৯-০২ পয়েন্টে হার মেনেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আরব আমিরাতের দলের সকল খেলোয়াড় আমেরিকার পেশাদার লিগে খেলে থাকেন বলে জানা গেছে।
শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাসের জ্বালানির জোগান দিয়েছিল বাংলাদেশের। প্রতিপক্ষ কঠিন জেনেও তাই শনিবার লড়াই করার মানসিকতা নিয়েই খেলা শুরু করেছিল জাপানিজ কোচ হিরোকি ওয়াতানাবের শিষ্যরা। শুরুর দিকে আরব আমিরাতের বিপক্ষে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত পেশাদারিত্বর সঙ্গে পেরে উঠেনি বাংলাদেশ। এই হারে বাংলাদেশের পরের পর্ব নিশ্চিত করতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই। আরব বেসবল ক্লাসিকের গ্রম্নপ পর্বে দুই জয় নিয়ে পাকিস্তান ও আরব আমিরাত এগিয়ে আছে। এক জয় নিয়ে সমান অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত।